দেওয়ানগঞ্জ সানন্দবাড়ীতে জলাবদ্ধতায় জনদুর্ভোগে এলাকাবাসী।

Ads4
দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ীতে জলাবদ্ধতায় জনদুর্ভোগ

জামালপুর দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী দক্ষিণ বাজার মোড়ে দুটি স্থানে কাঁদা জলের তলে খেলা করছে সড়ক। জামালপুর টু রৌমারী সীমান্ত এবং খুলনা, রংপুর,রাজশাহীবিভাগ, গাইবান্ধাসহ কয়েকটি জেলা শহরের যাতায়াতের একমাত্র ব্যস্ততম সড়ক এটি। একটু বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগীর সৃষ্টি হয়।

সড়কটি সম্প্রতি নিচুতে পড়ায়  জলাবদ্ধ পানির গভীরতা আরো বেড়েছে। 
প্রচণ্ড রোদেও পানি শুকাচ্ছেনা, বদ্ধ পানি নিষ্কাশনের বিকল্প ব্যবস্থা না থাকায়। এলাকায় যদি সত্যিই কোন সেবক,বা জনপ্রতিনিধি থাকতো, তাহলে আজ হয়তো এই জলাবদ্ধতায় পড়তে হতোনা,এ অঞ্চলের মানুষদের।
এই দুর্ভোগ থেকে পরিত্রাণ পেতে কতৃপক্ষের সদয় দৃষ্টি
কামনা করছি।

সাংবাদিক জাকিউল ইসলাম,২৫ এপিল ২০২০
Ads5
Ads6
Related Posts