ইসলামপুরের এক চিকিৎসকসহ জেলায় মোট তিনজন করোনায় আক্রান্ত

Ads4
জেলায় নতুন করে এক চিকিৎসকসহ তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই ঘটনায় দুই ব্যক্তির বাড়িসহ আশপাশের ২০টি বাড়ি লকডাউন করেছে প্রশাসন। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। আজ রোববার সকালে জেলার ডেপুটি সিভিল সার্জন কে এম শফিকুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।

আক্রান্ত ব্যক্তিদের মধ্যে একজন ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। তাঁর বয়স ২৬ বছর। তিনি জামালপুর শহরে থাকেন। অপর দুজনের মধ্যে মাদারগঞ্জ উপজেলার একটি ডায়াগনস্টিক সেন্টারের নারী কর্মী। তাঁর বয়স ২৮ বছর। অন্যজন একই উপজেলার ঢাকাফেরত এক ব্যক্তি। তাঁর বয়স ৩৮ বছর।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ওই চিকিৎসক ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে রোগী দেখতেন। ইসলামপুরেও করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। এ কারণে কয়েক দিন আগে ওই চিকিৎসকের নমুনা সংগ্রহ করা হয়। একই সঙ্গে ওই নারী ও ঢাকাফেরত ওই ব্যক্তির জ্বর ছিল। পরে গত বৃহস্পতিবার স্বাস্থ্য বিভাগ তাঁদের নমুনাও সংগ্রহ করে। এই তিনজনের নমুনা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছিল। পরীক্ষায় ওই তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ২৪ জন রোগী শনাক্ত হয়েছে।
তথ্যসুত্রঃ প্রথমআলো  
Ads5
Ads6
Related Posts