যুক্তরাষ্ট্রে সব ধরনের অভিবাসন বন্ধ ঘোষণা

Ads4
অভিবাসীদের বিরুদ্ধে বরাবরের মতোই খড়গহস্ত ডোনাল্ড ট্রাম্প। এবার করোনাভাইরাসকে উসিলা হিসেবে পেয়েছেন। যুক্তরাষ্ট্রে সব ধরণের অভিবাসী আগমন স্থগিতের ঘোষণা দিয়েছেন। আর তা কার্যকর করবেন একটি নির্বাহী আদেশের মাধ্যমে।

গত সোমবার এক টুইট বার্তায় তিনি বলেন, ‘একটি অদৃশ্য শক্তি থেকে আমরা আক্রমণের শিকার হয়েছি। এ অবস্থায় আমাদের গ্রেট আমেরিকার নাগরিকদের চাকরি রক্ষা করা জরুরি হয়ে পড়েছে। আমি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করতে যাচ্ছি, এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে অভিবাসী আগমন সাময়িক বন্ধ থাকবে।’
এ আদেশের ফলে কোন কোন অভিবাসী পোগ্রাম বাধাপ্রাপ্ত হবে এ ব্যাপারে বিস্তারিত জানাননি ট্রাম্প। হোয়াইট হাউজও বাড়তি ব্যাখ্যা দেয়নি। যুক্তরাষ্ট্রে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে ২ কোটি ২০ লাখ নাগরিক চাকরি হারিয়ে বেকার ভাতার জন্য আবেদন করেছে। এ অবস্থায় ট্রাম্প নাগরিকদের চাকরি রক্ষার জন্য অভিবাসীদের নিষিদ্ধের পরিকল্পনা করছিলেন। 
বিশ্বে করোনা মহামারি ছড়িয়ে পড়ায় বর্তমানে সবচেয়ে বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্রে। দেশটিতে মৃতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়ে গেছে এবং আক্রান্ত ৭ লাখ ৭৪ হাজার।
গত মার্চ মাসে ট্রাম্প বলেছিলেন, মেক্সিকো ও কানাডা হয়ে যারা যুক্তরাষ্ট্রে ঢুকতে চাইবে তাদের আবার ফেরত পাঠানো হবে। তার মতে অভিবাসীরা এসে দেশের করোনা পরিস্থিতি আরো জটিল করে তুলছে।   
গত কয়েক সপ্তাহ যাবত যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট প্রায় সব ধরণের ভিসা প্রসেসিং স্থগিত রেখেছে। শুধু জরুরি ভিসা ছাড়া। ট্রাম্পের এ সিদ্ধান্তের প্রতিবাদে ডেমোক্রেট দলের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী অ্যামি ক্লোবুচার বলেন, ‘আমাদের দেশ যখন ভয়াবহ মহামারির সঙ্গে লড়ছে, সাধারণ মানুষ তাদের জীবন বাজি রাখছে তখন ট্রাম্প অভিবাসীদের ওপর হামলা করছে এবং নিজের ভুল অভিবাসীদের ওপর চাপিয়ে দিচ্ছে।’  
সূত্র: আলজাজিরা
Ads5
Ads6
Related Posts