জামালপুর জেলা নিয়ে সত্যি মন ছুঁয়ে যাবার মতো কবিতা। অসাধারণ কবিতাটি লিখেছেন জিয়াউল হক জুয়েল।
Ads5
আমাদের জামালপুর
বাংলাদেশের সকল জেলার
সেরা জামালপুর ।
মুক্তিযুদ্ধের সেরা ঘাঁটি
ধানুয়া কামালপুর।।
লাউ চাপড়া, গারো পাহাড়ের
থানা বকশীগঞ্জ ।
জিল বাংলা চিনির কলের
থানা দেওয়ানগঞ্জ।।
থানা শহর মাদারগঞ্জের
নেই কোন তার জুড়ি ।
গরুর খাঁটি দুধের মিষ্টি
আসে ভুরি ভুরি।।
সিরাজগঞ্জের সীমানা ধরে
থানা সরিষাবাড়ী ।
পাটের কল আর সার কারখানা
আছে অনেক ভারী।।
অন্য থানা ইসলামপুরের
সেরা কাসার বাসন ।
দেশের সেরা বেগুন ফলে
ভরে সবার মন।।
থানার নাম মেলান্দহ
খ্যাতি আছে যার ।
সরষে, তামাক ফলন ভাল
খুবই চমৎকার।।
সদর থানা জামালপুর
ব্রক্ষপুত্রের পাড়ে ।
ছয়টি থানা মিলেমিশে
ঘিরে আছে তারে।।
নকশী কাঁথা, পান পাতা
সবুজে ভরা ধান ।
এমনি মোদের জামালপুর
জুড়ায় সবার প্রাণ।।
শাহ জামাল ও শাহ কামাল এর
পূণ্য ভূমি সেথা ।
স্বপ্নে ঘেরা এমন জেলা
আর পাবে না কোথা।।
Ads6