জামালপুরে নতুন করে করোনা ভাইরাসে আরো একজন আক্রান্ত হয়েছে

Ads4
আজ জামালপুর  জেলার ৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।  এর মধ্যে করোনায় আক্রান্ত ১ জন। আক্রান্ত বেক্তিটি মাদারগঞ্জ উপজেলার। এই নিয়ে মাদারগঞ্জে মোট আক্রান্ত ১০ এবং জেলায় মোট করোনায় আক্রান্ত ৩৩ জন ও মৃত ৩ জন। 
উপজেলা হিসাবে আক্রান্তঃ মাদারগঞ্জ ১০, ইসলামপুর ৫, মেলান্দহ ৩, দেওয়ানগঞ্জ ৩, বকশীগঞ্জ ২ ও জামালপুর সদর ১০ জন। মোট মৃত্যু ১ (দেওয়ানগঞ্জ)। মৃতের নমুনা মোট সনাক্ত ২ (ইসলামপুরে ২)। এছাড়াও আজ সুস্থ হয়েছেন ৪ জন ।
Ads5
Ads6
Related Posts