টাকা থেকেই করোনায় আক্রান্ত হয়েছে আরও ৬ ব্যাংক কর্মকর্তা।

Ads4

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের আরও ছয়জন কর্মী কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন।

এদের সবাই রংপুর বাজার শাখায় কাজ করেন। পাঁচজন কর্মকর্তা এবং একজন চতুর্থ শ্রেণির কর্মচারী। শাখাটি বন্ধ করে দেওয়া হয়েছে।

সোনালী ব্যাংক রংপুর প্রিন্সিপাল অফিসের ডিজিএম আব্দুল বারেক চৌধুরী শনিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত সপ্তাহে মোট সাতজন কর্মকর্তা-কর্মচারীর সর্দি-জ্বর ও কাশির উপসর্গ দেখা দিলে শাখাটি বন্ধ ঘোষণা করা হয়। তারা করোনাভাইরাসে আক্রান্ত কি না তা নিশ্চিত হওয়ার জন্য নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়।
“সাত জনের মধ্যে ছয়জনেরই কোভিড-১৯ পজিটিভ এসেছে। প্রথমে বৃহস্পতিবার এক জনের পজিটিভ আসে। শুক্রবার আসে দুই জনের। আর আজ (শনিবার) এসেছে তিনজনের।”
আক্রান্ত ছয়জনের সবাই নিজ নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।
গত মঙ্গলবার থেকে শাখাটি বন্ধ রাখা হয়েছে জানিয়ে বারেক বলেন, “এই শাখার গ্রাহকদের পার্শ্ববর্তী অন্য শাখায় লেনদেন করতে অনুরোধ করা হয়েছে।”
এর আগে গত ২০ এপ্রিল একজন কর্মকর্তা করোনাভাইরাস সংক্রমিত হওয়ায় ঢাকার মতিঝিলের দিলকুশা শিল্প ভবনের সোনালী ব্যাংকের কর্পোরেট শাখা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। শাখাটি এখনও বন্ধ রয়েছে। বন্ধ শাখার কার্যক্রম মতিঝিল দিলকুশা শাখায় হচ্ছে।
সূচ: বিডিনিউজ২৪
Ads5
Ads6
Related Posts