এই সুযোগে পাকা রাঁধুনী হতে চাই : মিম

Ads4
করোনা ভাইরাসের কারণে দেশজুড়ে চলছে লকডাউন। ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সবাই এখন ঘর বন্ধী আছেন। চলচিত্র অঙ্গনের তারকারাও এর বাইরে নয়। অন্য সবার মতো স্বেচ্ছায় গৃহবন্দী হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমও। এক মাসেরও বেশি সময় ধরে বাসায় অবস্থান করছেন লাক্স সুপারস্টার’খ্যাত এই তারকা।  পুরো সময়টা এই অভিনেত্রী কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। শিখছেন নতুন নতুন সব খাবারের রেসিপি।
মিম বলেন, ‘লকডাউনের এই সময়টা কাজে লাগাচ্ছি। অভিনয় নিয়ে ব্যস্ত থাকার কারণে পরিবারকে এতদিন ঠিকমত সময় দিতে পারিনি। তাই বাড়িতে থাকা সময়গুলো পরিবারের সঙ্গে উপভোগ করছি। পাশাপাশি বই পড়ছি ও দেশে-বিদেশের টিভি সিরিজগুলো দেখছি। এছাড়াও আত্মীয়-স্বজনদের সঙ্গে ফোনে যোগাযোগ করছি।’ তিনি আরও বলেন, ‘রাঁধুনী হিসেবে আমি খুব একটা দক্ষ না। তাই এই সুযোগে প্রয়োজনীয় রান্নার পাশাপাশি মজার সব রেসিপি শিখে নিচ্ছি। আপাতত, বিকেলের নাস্তার আয়োজনগুলো আমি একাই করছি। প্রতিদিনই নানা স্বাদের রান্না করা হচ্ছে। লকডাউনের এই সুযোগে পাকা রাঁধুনী হতে চাই।’
করোনাভাইরাসের এই সময়ে সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে মিম বলেন, ‘অনেকেই এই সময়ে অযথা বাইরে বের হচ্ছেন, ঘোরাঘুরি করছেন, এটা একদমই ঠিক না। আমরা ইতিমধ্যেই খবরে দেখছি, করোনা আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়ে চলেছে। সবাই সচেতন না হলে, সামনে ভয়ংকর দিন আসছে। দয়া করে আর অবহেলা করবেন না, ঘরে থাকুন। সবার সচেতনতাই আমাদের এই মহামারি থেকে মুক্তি দিতে পারে।’

তথ্যসূত্রঃ আমাদের সময়
Ads5
Ads6
Related Posts