ময়মনসিংহ বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জামালপুরের কৃতিসন্তান মোহাম্মদ কামরুল হাসান

Ads4
জামালপুরের কৃতিসন্তান ও বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) মোহাম্মদ কামরুল হাসান ময়মনসিংহ বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন। আগামী সপ্তাহে তিনি কাজে যোগ দেবেন।

এর আগে তিনি মৌলভীবাজারের জেলা প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর বাড়ি মাদারগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামে। তাঁর বাবা (মরহুম) মোঃ রকীবুল ইসলাম মেলান্দহ উপজেলার মাহমুদপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। তাঁর মা মোছাঃ মনোয়ারা বেগম ২০১৯ সালে মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত 'জয়িতা অন্বেষণে বাংলাদেশ' শীর্ষক কার্যক্রমের আওতায় 'সফল জননী হিসেবে সাফল্য অর্জনকারী নারী' ক্যাটাগরীতে মাদারগঞ্জ উপজেলা পর্যায়ে 'সর্বশ্রেষ্ঠ জয়িতা' সম্মানে ভূষিত হন।

 অত্যন্ত মেধাবী, সৎ, দক্ষ এ প্রশাসকের মাধ্যমে ময়মনসিংহ বিভাগের উন্নয়ন কর্মকাণ্ডে আরও গতি আসবে বলে আমরা বিশ্বাস করি। নব নিযুক্ত বিভাগীয় কমিশনারকে অভিনন্দন জানাচ্ছি। সেইসাথে তাঁর সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করছি।
Ads5
Ads6
Related Posts