জামালপুর বাইপাস সড়কের মনিরাজপুর এলাকায় নির্মাণাধীন শেখ হাসিনা মেডিকেল কলেজের সামনে (মোহিনী বিড়ি ফ্যাক্টরি)গোল চত্বর জায়গাটিতে'মির্জা আজম চত্বর' নির্মাণ করছে জামালপুর সড়ক ও জনপথ বিভাগ। আধুনিক নকশায় নির্মিত মির্জা আজম চত্বর হবে দৃষ্টিনন্দন। রাতে মির্জা আজম চত্বরটি আলোয় আলোকিত হবে। যা শিশু-কিশোরদের অনুপ্রাণিত করবে। যুবকন্ঠ মির্জা আজম এমপি'নেতৃত্বে জামালপুর জেলায় ৫০হাজার কোটি টাকার উন্নয়নকাজ চলমান যা বাস্তবায়ন হলে জামালপুর হবে আধুনিক উন্নত জেলা। সোমবার দুপুরে কাজের অগ্রগতি পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। এসময় উপস্থিত ছিলেন জামালপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএসএম মিজানুর রহমান মিজান। বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাহবুবুর রহমান সজীব জানান, চলতি বছরের জুন মাসের মধ্যে মির্জা আজম চত্বরের নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।
Ads5
Ads6