জামালপুরে অসহায় হতদরিদ্র, বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধীদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এই ত্রাণ বিতরণ কার্মসূচির আয়োজন করে।
এ সময় সেক্টর কমান্ডার কর্নেল মো. আনিসুর রহমান বলেন, ‘বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে বর্তমান সংকটকালীন দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। কর্মহীন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।
পরে সামাজিক দূরত্ব বজায় রেখে জামালপুর জেলার বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ এবং কুড়িগ্রাম জেলার রৌমারী, রাজীবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকার অসহায় বিধবা, অতিবয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও হতদরিদ্র ৬শ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা, লবণ।
সূত্র: এনটিভি
Ads6