মেলান্দহ উপজেলায় ছেলে ও বাবা দুইজনই করোনায় আক্রান্ত

Ads4
জামালপুর সরকারী আশেক মাহমুদ কলেজের ইংরেজী বিভাগের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও তার বাবা দুইজনই করোনায় আক্রান্ত হয়েছে । মেলান্দহ থানার নিকটবর্তী নিজস্ব বাসায় সপরিবারে থাকেন তারা। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এ শিক্ষার্থী।

আক্রান্ত শিক্ষার্থী জানান, করোনা সন্দেহে গত ১৯-শে মে
মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবারের চারজনের স্যাম্পল দিয়ে আসেন। ল্যাব থেকে ২১-শে মে রাত দশটার দিকে ফোন কলের মাধ্যমে জানানো হয় চারটি স্যাম্পলের মধ্যে দুই জনের (শিক্ষার্থী ও তার বাবার) করোনা পজিটিভ এসেছে। বর্তমানে মেলান্দহে নিজস্ব বাসাতে তারা তাদের আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। বাবা ছেলে দু-জনের শরীরের বর্তমান অবস্থা ভালো আছে বলে জানিয়েছেন ওই শিক্ষার্থী।
Ads5
Ads6
Related Posts