বকশীগঞ্জে গাঁজা চাষী গ্রেফতার, গাঁজার বাগান ধ্বংস
Ads4
মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ দেলোয়ার হোসেন বিপিএম পিপিএম (বার) মহোদয়ের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জ থানা পুলিশ অদ্য ২৯/০৫/২০ সকাল০৮.৫৫ ঘটিকায় দিকে বকশীগঞ্জ থানাধীন জানকিপুর ভাটিয়াপাড়া এলাকায় আসামী নুরুল ইসলামের বাড়ি সংলগ্ন তার নিজ বাগানে অভিযান করে ৭৮০ টি বিভিন্ন সাইজের গাঁজার গাছ ও গাঁজা ক্রয় বিক্রয় রত অবস্থায় আরো ১০০ গ্রাম সহ স্বপ্নন(২৫) এবং নুরুল ইসলাম(৬০) কে আটক করে। আসামিদের বিরুদ্ধে বকসীগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Ads5
Ads6