জামালপুরে নতুন করোনা ভাইরাসে আক্রান্ত ১ জন। মোট আক্রান্ত ৭৬

Ads4
জামালপুরে ৪ মে ২০২০ প্রতিবেদনে ১ জনের (সদর) করোনা ভাইরাস সংক্রমণ সনাক্ত। সর্বমোট সনাক্ত ৭৬ (সরিষাবাড়ী ৮, মেলান্দহে ৫, মাদারগঞ্জে ১১, বকশীগঞ্জে ৫, দেওয়ানগঞ্জে ৪, ইসলামপুরে ১০, সদরে ৩৩)। সর্বশেষ নমুনা সংগ্রহ ১৩৯, মোট নমুনা সংগ্রহ ১৫১০। সুস্থ ০, মোট সুস্থ ৯। মোট হোম কোয়ারান্টাইন ১১৪০, ছাড়পত্র ৯৪৪, অবস্থান ১৯৬। মোট মৃত্যু ৩ (চিকিৎসাধীন অবস্থায় ১-দেওয়ানগঞ্জ, মৃতের নমুনা ২-ইসলামপুর)। মোট করোনায় চিকিৎসাধীন জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজে আইসোলেশনে ৩৬, হোম আইসোলেশনে ২৬, বর্তমানে রেফার্ড ২ (ময়মনসিংহ এসকে হাসপাতাল)। সকলেই ঘরে থাকুন। আপনি নিরাপদে থাকুন, অন্যদের নিরাপদে রাখুন। স্বাস্থ্য বিধি মেনে চলুন। সুত্রঃ সিভিল সার্জনের কার্যালয়, জামালপুর।
Ads5
Ads6
Related Posts