মির্জা আজমের উদ্যোগে মাদারগঞ্জে ‘ডক্টরস সেফটি চেম্বারের` উদ্বোধন

Ads4
মাদারগঞ্জ উপজেলার করোনা ভাইরাস প্রতিরোধ ও চিকিৎসা সেবা অব্যাহত রাখতে ডাক্তার, সেবিকা ও মাঠকর্মীদের সুরক্ষার জন্য জামালপুর-৩ মেলান্দহ- মাদারগঞ্জ আসনের সংসদ সদস্য মির্জা আজমের নিজস্ব তহবিল থেকে ‘নমুনা সংগ্রহ বুথ’ স্থাপন করা হয়েছে। যার ফলে করোনাভাইরাস বহন করে আসা রোগীর মাধ্যমে যাতে হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফরা যেন আক্রান্ত না হন, সেই লক্ষ্যেই বুথ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। আজ রোববার(০৩ মে) দুপুরে নমুনা সংগ্রহের বুথের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কমিটির সভাপতি মির্জা আজম এমপি। সামাজিক দূরত্ব বজায় রেখে স্যাম্পল কালেকশন করা হলে। বুথের মাধ্যমে নমুনা নেওয়া হলে যিনি নমুনা নিচ্ছেন তিনি নিরাপদ, আবার যিনি দিচ্ছেন তিনিও নিরাপদ।' এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ওবায়দুর রহমান বেলাল, পৌরসভা মেয়র মির্জা গোলাম কিবরিয়ার কবির, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সাইফুল ইসলাম ও সাংবাদিক জাহিদুর রহমান উজ্জল ।
Ads5
Ads6
Related Posts