জামালপুরে গত ১১ ও ১৩ এপ্রিল ২০২০ করোনা সংক্রমণে সনাক্তকৃত চিকিৎসাধীন জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের আইসোলেশন হইতে অদ্য ১ মে ২০২০ তারিখে আরও ৫ জন (দেওয়ানগঞ্জ ২, মাদারগঞ্জ ২, ইসলামপুর ১) সুস্থ হয়ে বাড়ী ফিরলেন। এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ ৯ জন।
Ads6