বিপদে পরা কৃষকের ২০০০ পিস মিষ্টি কুমড়া কিনলেন ফারুক আহাম্মেদ চৌধুরী মহোদয়

Ads4
জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আউলাই শ্রীকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা মো: হুমাউন কবির। পেশায় একজন কৃষক। নিজ এলাকায় ৭একর জমিতে তিনি মিষ্টি কুমড়া চাষ করেছেন। ফলন খুবই ভাল ছিলেন। তবু হাসি নেই এই কৃষকের মুখে!! চলমান করোনা পরিস্থিতির কারণে তিনি বহু কষ্টে উৎপাদিত ফসলের বাজারজাত করতে পারছিলেন না। গত ১৪ মে তিনি ইউএনও মহোদয়ের সাথে এ বিষয়ে কথা বলার জন্য যান অফিসে, সেখানে স্যারকে না পেয়ে তিনি সিংহজানী খাদ্য গুদামে আসেন এবং ইউএনও স্যার কে বিষয়টি বলেন, সেখানে সরকারি ভাবে চাল সংগ্রহ অনুষ্ঠান শেষে জামালপুর সদর আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইন্জি: মো: মোজাফ্ফর হোসেন এবং জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা অওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরীর উপস্হিতিতে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন স্যার এই কৃষকের সমস্যাটি উপস্থাপন করেন। জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানবিক বিবেচনায় কৃষকের কাছ থেকে তাৎক্ষণিক ২০০০ পিছ মিষ্টি কুমড়া ক্রয় করেন। প্রতি পিছ মিষ্টি কুমড়ার জন্য এই কৃষককে ২০/ টাকা দেয়া হয়।
এই ২০০০পিছ মিষ্টি কুমড়া জামালপুর পৌরসভার মধ্যে বিতরণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করা হয়।গতকাল রবিবার ১৭মে’২০২০ দুপুর ১২টায় সিংহজানী খাদ্য গুদাম চত্বর থেকে এই মিষ্টি কুমড়া বিতরণ করা হয়। জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহম্মেদ চৌধুরী ও জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন উপস্থিত থেকে মিষ্টি কুমড়া বিতরণ করেন।।
Ads5
Ads6
Related Posts