সরিষাবাড়িতে ধান কাটার হারভেস্টার মেশিন বিতরণ করলেন তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান (এমপি)

Ads4
করোনা ভাইরাসের প্রভাবে চারিদিকে যখন শ্রমিক সংকটে বোরো ধান কাটা নিয়ে কৃষকেরা দুঃচিন্তায় আছেন।
এমন সময় সরিষাবাড়ি উপজেলার কৃষকদের জন্য সুসংবাদ নিয়ে আসলেন তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি। তিনি সরিষাবাড়ি উপজেলার কৃষকদের ধান কাটার সুবিধার্থে ২টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন সরকারিভাবে নিয়ে এসেছেন ।
তিনি আজ সকালে উপজেলা পোগলদিঘা ইউনিয়নের শিমুলতাইড় এলাকার কৃষকের হাতে হারভেস্টার মেশিনের চাবি তুলে দেন এবং ধান কাটা মাড়াই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
আগামি সপ্তাহে মধ্যে আরও ৩টি মেশিন সরবরাহ করবে কৃষি মন্ত্রণালয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন এক ঘণ্টায় এক বিঘা জমির ধান কাটতে সক্ষম, সারাদিন দিনে ১০-১২ বিঘা জমির ধান কাটা সম্ভব। শুধু ধান কাটা নয়, সাথে সাথে এটি ধান মাড়াই করে বস্তাবন্দি করতেও সক্ষম। স্বল্প খরচে এই মেশিন কৃষকড়ের ধান কাটার সময় বাঁচাবে, কষ্ট কমাবে। সর্বোপরি প্রয়োজনের সময় সরিষাবাড়ি'র কৃষকরা আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষির সুফল পাবেন।
সরিষাবাড়ির মানুষের জন্য করোনা মোকাবেলায় তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ভাইরাসসহ যেকোনো ভাইরাস ধরার স্ক্যানি এবং চিকিৎসকদের জন্য সেফটি চেম্বার ও সকলের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে টেলিমেডিসিন সেবা চালু করেছেন তিনি।
সুত্রঃ দৈনিক সংবাদ
Ads5
Ads6
Related Posts