(১৮/০৫/২০২০) জামালপুরে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরো ২ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৪৬ জন ও মোট সুস্থ্য ৬৯ জন। নতুন শনাক্ত সরিষাবাড়ী ২।
উপজেলায় মোট আক্রান্তঃ সরিষাবাড়ী ১৩, মেলান্দহে ৩২, মাদারগঞ্জে ১৩, বকশীগঞ্জে ৯, দেওয়ানগঞ্জে ৯, ইসলামপুরে ২৫, সদরে ৪৫।
জেলায় মোট আক্রান্তঃ ১৪৬, মোট মৃত্যুঃ ৩, মোট সুস্থঃ ৬৯ জন।
জেলায় মোট আক্রান্তঃ ১৪৬, মোট মৃত্যুঃ ৩, মোট সুস্থঃ ৬৯ জন।
উল্লেখ্য যে, সরিষাবাড়ী উপজেলার পিংনায় ১ জন ঢাকার সাভারে পজিটিভ শনাক্ত হয়ে বর্তমানে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের আইসোলেশনে চিকিৎসাধীন, তাকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সংক্রমণ শনাক্ত হিসাবে সংযোজন করা হয়েছে।
সোর্সঃ সিভিল সার্জন অফিস,জামালপুর
Ads6