২৫মে সোমবার (ঈদের দিন) নান্দিনায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে তানজিনা আক্তার ফুল (১৪) নামে মাদরাসায় পড়া এক ছাত্রী। নিহত ফুল ওই গ্রামের মৃত মাহবুব হাসান হাওলাদারের মেয়ে। তানজিনা আক্তার ফুল বাদেচাঁন্দি কে, আই দাখিল মাদরাসায় নবম শ্রেণীতে পড়েতো।
সোমবার সন্ধ্যায় নিহত তানজিনা আক্তার ফূলের লাশ ঝুলন্ত অবস্থায় নামিয়ে ফেলে তার মা। এবার ঈদে নতুন জামার সাথে নতুন ওড়না কিনে না দেয়ায় সে অভিমানে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানতে পারা গেছে। তবে পুলিশী তদন্ত ও ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় জামালপুর সদর থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
Ads5
সোমবার সন্ধ্যায় নিহত তানজিনা আক্তার ফূলের লাশ ঝুলন্ত অবস্থায় নামিয়ে ফেলে তার মা। এবার ঈদে নতুন জামার সাথে নতুন ওড়না কিনে না দেয়ায় সে অভিমানে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানতে পারা গেছে। তবে পুলিশী তদন্ত ও ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় জামালপুর সদর থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
Ads6