বকশীগঞ্জে আরও দুই স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

Ads4
স্টাফ রিপোর্টারঃ জামালপুরের বকশীগঞ্জে কমিউনিটি ক্লিনিকের দুই স্বাস্থ্য কর্মী (সিএইচসিপি) করোনায় আক্রান্ত হয়েছে।
বুধবার রাতে জামালপুর সিভিল সার্জন ডাঃ প্রনয় কান্তি দাশ এ তথ্য দেন।
পরে জানা যায়, কামালপুর ইউনিয়নের লাউচাপড়া কমিউনিটি ক্লিনিক ও একই ইউনিয়নের সাতানীপাড়া কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নমুনায় করোনা ভাইরাস (কোভিড-১৯) এর লক্ষণ পাওয়া যায়।
এর আগে বকশীগঞ্জ হাসপাতালে একজন সিনিয়র নার্স ও হাসপাতালে বাবুর্চিসহ কামালপুরে ২জন ও সাধুরাড়ায় ১ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। তবে এরা সবাই সুস্থ্য হয়ে বাড়ী ফিরে এসেছেন বলে জানাগেছে।


এদিকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এর শরীরে করোনা লক্ষন পাওয়াতে অন্যান্য সিএইচসিপিদের মধ্যেও আতংক দেখা দিয়েছে। সম্প্রতি বকশীগঞ্জ উপজেলার সকল সিএইচসিপি বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সভায় মিলিত হয়।
তবে হাসপাতালের এক সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে আগামী কাল সকল সিএইচসিপি ও স্বাস্থ্য কর্মীদের বাধ্যতামুলক নমুনা পরীক্ষার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
Ads5
Ads6
Related Posts