দেওয়ানগঞ্জ সানন্দবাড়ীতে ড্রেজার মেশিন পুরে দিল, ৭ লক্ষ টাকার ক্ষতি।

Ads4
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়ার নেতৃত্বে সানান্দবাড়ী বাজারের পুর্ব পাশ নদী থেকে চটাংপাড়া পর্যন্ত প্রায় ৪-৫টি ছোট-বড় ড্রেজার মেশিন আগুনে পোড়া হইছে ও ড্রেজারের পাইপ ভেংগে ফেলা হইছে।সব মিলিয়ে ৬-৭ লক্ষ টাকার মেশিন ও মালামাল ধ্বংস হয়েছে।পুলিশ প্রশাসন কয়েকটি পোড়া বাদ রেখেই চলে গেছেন।এখানে পুলিশ প্রশাসন এই একটি ড্রেজার মালিক কে সহয়তা করেছেন নাকি!সেখানে সুলতানা রাজিয়া উপস্থিত ছিলেন না,তিনি তাপমাত্রা বৃদ্ধির কারণে একটু দূরে ছায়ায় বসে ছিলেন।
Ads5
Ads6
Related Posts