বকশীগঞ্জে করেনা মোকাবেলায় আস্থা ও ভালবাসার প্রতীক হয়েই এগিয়ে যাচ্ছে সচেতন নাগরিক ঐক্য

Ads4
গোলাম রাব্বানী নাদিমঃ জামালপুরের বকশীগঞ্জে আস্থা ভালবাসার প্রতীক হয়েই করোনা মোকাবেলায় এগিয়ে যাচ্ছে সচেতন নাগরিক ঐক্য। কমিটি গঠন হওয়ার পর থেকেই জনসচেতনা বৃদ্ধিতে এই সংগঠনটি গুরুত্বপুর্ন ভুমিকা পালন করে যাচ্ছে।

ইত্যিমধ্যে এই কমিটির সদস্যরা সেলিম মাহামুদের নেতৃত্বে নিলক্ষিয়া ইউনিয়নে অসহায় দরিদ্র কৃষকদের ধানও কেটে দিয়েছে।
প্রতিটি সময় এই কমিটির কার্যক্রমে গভীরভাবে পর্যবেক্ষন দিক নির্দেশনা দিয়ে থাকেন উপজেলা নির্বাহী অফিসার .. জামশেদ খোন্দকার।
প্রসঙ্গত, করোনাসহ যে কোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছা শ্রমের ভিত্তিকে বকশীগঞ্জ সচেতন নাগারিক ঐক্য কমিটি স্বেচ্ছা সেবক নিয়োগ করা হয়।
এই কমিটির আহ্বায়ক হচ্ছেন মনিরুজ্জামান মনির যুগ্ম আহ্বায়ক হচ্ছেন জনপ্রিয় নেত্রী মাসুমা ইয়াসমিন স্মৃতি। দলমত নির্বিশেষে স্বেচ্ছায় কার্যক্রমে অংশ নেওয়া সচেতন নাগরিকদেরই এই কমিটির সদস্য করা হয়েছে।
এই কমিটির সদস্যরা লকডাউন নিশ্চিত করতে নিরালশভাবে কাজ করে যাচেছ। বিশেষ করে মনিরুজ্জামান মনির, মাসুমা ইয়াসমিন স্মৃতি, তৌহিদুজ্জামান, খন্দকার শামীম, শাহা মোহাম্মদ সীমান্ত, নুর জাহান, ফরহাদ হোসেন পলাশসহ অনেকেই মাঠে অত্যন্ত ঝুকি নিয়ে কাজ করে যাচ্ছেন।


Ads5
Ads6
Related Posts