যান্ত্রিক ত্রুটির কারণে এক মাস উৎপাদন বন্ধ থাকার পর আবার চালু হয়েছে যমুনা সার কারখানা (জেএফসিএল)।

Ads4
যান্ত্রিক ত্রুটি কাটিয়ে গত রবিবার রাত ১০টা থেকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দেশের একমাত্র দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী এ কারখানাটির উৎপাদন কাজ পুনরায় শুরু হয়। উপমহাদেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী এ কারখানার ব্যবস্থাপনা পরিচালক খান জাভেদ আনোয়ার জানান, গত ৪ এপ্রিল সকালে কারখানার এমোনিয়া প্ল্যান্টে ত্রুটি দেখা দেওয়ার পর উৎপাদন বন্ধ রাখা হয়। নিজস্ব প্রকৌশলদের তত্ত্বাবধানে যান্ত্রিক ত্রুটি মেরামত করে আবারও কারখানায় উৎপাদন শুরু করা হয়েছে। কেপিআই-১ মানসম্পন্ন বিসিআইসির এ প্রতিষ্ঠানটি দৈনিক ১৭০০ মেট্রিক টন সার উৎপাদনে সক্ষম। শুরু থেকেই প্রতিষ্ঠানটি বৃহত্তর ময়মনসিংহ ও উত্তরাঞ্চলের ১৬টি জেলায় সারের চাহিদা পূরণ করে আসছে। প্রসঙ্গত, এর আগেও ২০১৮ সালের ২৭ নভেম্বর এ কারখানার অ্যামোনিয়া প্লান্টের স্টার্টআপ হিটার পাইপে ফাটলের ফলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে কারখানার ব্যাপক ক্ষতি হওয়ায় গত বছরের ১১ ডিসেম্বর পর্যন্ত কারখানাটি বন্ধ ছিল।
Ads5
Ads6
Related Posts