(মে ২১) জামালপুরে করোনায় আক্রান্ত আরও ১১ জন

Ads4
২১ মে ২০২০ জামালপুরের ল্যাবের ৯৩ নমুনা পরীক্ষায় আরও মোট ১১ জনের (সদর ১, ইসলামপুর ১, মেলান্দহ ৯) COVID-19 সংক্রমণ শনাক্ত হয়েছে।
সর্বমোট সংক্রমণ শনাক্ত ১৬৮ (সরিষাবাড়ী ১৩, মেলান্দহে ৪৭, মাদারগঞ্জে ১৩, বকশীগঞ্জে ১২, দেওয়ানগঞ্জে ৯, ইসলামপুরে ২৭, সদরে ৪৭)।
অদ্য সুস্থ ০, সর্বমোট সুস্থ ৮৫।
সর্বশেষ নমুনা সংগ্রহ ১৬৮, মোট নমুনা সংগ্রহ ২৭৩৪।
অদ্য মৃত্যু ১ (মেলান্দহ, ময়মনসিংহ এসকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়), সর্বমোট মৃত্যু ৪ (চিকিৎসাধীন ২ জন - দেওয়ানগঞ্জ ও মেলান্দহ, মৃতের নমুনায় সনাক্ত ২ জন - ইসলামপুর)।
সকলেই ঘরে থাকুন। আপনি নিরাপদে থাকুন, অন্যদের নিরাপদে রাখুন। স্বাস্থ্য বিধি মেনে চলুন। 
Ads5
Ads6
Related Posts