স্টাফ রিপোর্টারঃ জামালপুরের বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম (৫০) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
রফিকুল বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় গ্রামের ফসি উদ্দিনের ছেলে।
শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা-রৌমারী সড়কে বাট্টাজোড় ইউনিয়নের কলুবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ঢাকা রাজধানী পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রফিকুল গুরুত্বর আহত হয়।
পরে তাকে বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পরবর্তীতে অবস্থার গুরুত্বর হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ময়মনসিংহ নিয়ে যাওয়ার পথেই রফিকুল মারা যায়। পুলিশ ঘাতকবাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
বকশীগঞ্জ হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, ঘাতক বাসটিকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে।
Ads6