মোঃ আজাদ হোসেন নিপুঃ- জামালপুর সদর উলজেলায় ১৫ নং রশীদপুর ইউনিয়নে দানবীর নামে খ্যাত অর্জন করেছেন জনাব মোঃ নজরুল ইসলাম তালুকদার। অনেকে গরীবের বন্ধু ও অসহায়, হতদরিদ্রদের শেষ আশ্রয়স্থল বলে মনে করেন। যেকোনো দূর্যোগের সময় পাশে দাড়াতে তার কৃপনতা নেই। সুযোগ পেলেই মানুষের পাশে দাঁড়ানো তার স্বভাব। কোভিট-১৯ শুরুর কিছুদিন পরই ত্রান-সাহায্য নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। আজ ১৯-০৫-২০২০ইং করোনাভাইরাস মহামারী সময়ে গরীব, দিনমজুর, অসহায়, হতদরিদ্রদের ঈদ উপলক্ষে সামান্য হাসি ফোটানোর জন্য নগদ অর্থ দান করেন ৪৫০ জন লোকের মাঝে প্রায় ১ লক্ষ টাকা মাত্র। ৩৫ জন গরীবদের মাঝে শাড়ি কাপড়, লুঙি দান করেন। তার নেতাকর্মীদের সামান্য কিছু (অপ্রকাশিত) গিফট করেন। সহযোগিতার সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ নজরুল ইসলাম তালুকদার নিজে ও তার পরিবার বর্গ এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীগন। একান্ত সাক্ষাৎকারে জনাব মোঃ নজরুল ইসলাম তালুকদার বলেন মানুষ হিসেবে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো বরাবরের মতো গরীব, অসহায় মানুষের পাশে থাকবেন...
Ads5
Ads6