আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে ব্রহ্মপুত্র বাইপাস সড়ক।

Ads4
১৪/০৫/২০২০ ইং তারিখ (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে স্বপ্নের "বীর মুক্তিযোদ্ধা শহীদ নূরুল মল্লিক" ব্রহ্মপুত্র বাইপাস সড়ক।
তারুণ্যদীপ্ত জামালপুরের উন্নয়নের রূপকার সাবেক পাট ও বস্ত্র প্রতি মন্ত্রী জনাব মির্জা আজম এমপি'র অক্লান্ত পরিশ্রমে বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে খুলে দেয়া হলো শহরবাসীর দীর্ঘদিনের চাওয়া বাইপাস সড়ক "বীর মুক্তিযোদ্ধা শহীদ নূরুল আমিন সড়ক"।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলাল,জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন সিআইপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান, সিনিয়র সহকারী প্রকৌশলী সায়েদুজ্জামান সাদেক, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা অাওয়ামী লীগের সহ- সভাপতি ও নির্মাণকাজের ঠিকাদার সোহরাব হোসেন বাবুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, দপ্তর সম্পাদক ও নির্মাণকাজের ঠিকাদার আসাদুজ্জামান আকন্দ বাবু, সদস্য শাহরিয়ার উজ্জ্বল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও নির্মাণকাজের ঠিকাদার ফারহান আহমেদ।
স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিস সূত্র জানা যায়, ব্রহ্মপুত্র সেতু থেকে প্রায় ৪ কিঃ মিঃ নদীর পার দিয়ে ফৌজদারি মোড় পর্যন্ত সড়কটি বাস্তবায়নে সব মিলিয়ে প্রায় ১৬ কোটি টাকা ব্যয় হয়েছে।
Ads5
Ads6
Related Posts