মেলান্দহ উপজেলায় ১০ম শ্রেণীর ছাত্রী একই ক্লাসের ছাত্রকে নিয়ে উধাও

Ads4

জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগডা ইউনিয়নের আনারবাড়ী ঘাটের কুয়েত প্রবাসী দিপুর ১০ শ্রেণী পড়ুয়া মেয়ে ছব্দনাম( পাখি) একই ইউনিয়নের কাপাশহাটিয়া গ্রামের কৃষক চান মিয়ার স্কুল পডোয়া ছেলে ছব্দনাম( ফল) নিয়ে উদাও হয়েছে।

ভুক্তভোগী ছব্দ নাম( ফলের) মা জানান, গেল কয়েক মাস যাবত আমার ছেলেকে ঐ মেয়ে স্কুল থেকে আসার পথে রাস্তাঘাটে ও বাড়ীতে এসেও উত্তপ্ত করে আসছে বার বার নিষেধ করার পরও না মানলে তার মাকে বিষয়টি জানাই, জানিয়েও কোন ফায়দা পাইনি আমি, তিনি আরও বলেন তার মাকে বলতে গেলে তার মা আমাকে ধিক্কার দিয়ে বলেছে আমার মেয়ে ভিক্ষুকের ছেলেকে বিয়ে করবেনা আমার মেয়ে তোর ছেলের সাথে মজা করে। স্কুল বন্ধ থাকায় আমার ছেলে ধানের কাজ করতেছিল।এমতাবস্থায় ঐ মেয়ে তার বাড়ীর বিথী নামে এক মেয়ে দিয়ে ডেকে কোথায় নিয়ে গেছে ৩/৪ দিনের ঘটনা আদউ কোন খোজ পাওয়া যাইনি আমরা অনেক খুঁজাখুজি করছি কোথায় আমার ছেলেকে গুমকরে রাখছে জানিনা।
ছেলে ছব্দ নাম( ফলকে) পাওয়াযাইনি এবিষয়ে সংবাদ কর্মীরা ছব্দ নাম (পাখির)মা এবংভাইয়ের সাথে কথা বললে তারা জানান আমার মেয়ে ছব্দ নাম( পাখি) ও বিথি এক সাথে হাজিপুর মার্কেটে যায় তবে একটু দেরিতে বাড়ীতে ফিরে আমার মেয়ে আমার বাড়ীতেই আছে পরে ছব্দ নাম( পাখির) সাথে কথা বলতে চাইলে তখন তারা বলে নানীর বাড়ীতে বেডাইতে গেছে।
দিত্বীয় মেয়ে বিথির সাথে কথা বলতে গেলে তার মা একেক সময় একেক কথা বলে। 

Ads5
Ads6
Related Posts