জামালপুরে রেড জোনের আওতায় ৫ এলাকা

Ads4

স্টাফ রিপোর্টারঃ  জামালপুরের ৫টি এলাকা রেড জোন হিসাবে ঘোষনা করা হয়েছে। রেড জোন আওতায় এলাকা গুলো হচ্ছে জামালপুর পৌর এলাকায় পাথালিয়া ও বেলটিয়া। এছাড়া বকশীগঞ্জ উপজেলার পৌর এলাকার মন্ডলপাড়া ও নামাপাড়া এবং একই উপজেলার হাসিনাগাজী গ্রামকে রেড জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে।

জামালপুর সিভিল সার্জন ডাঃ প্রণয় কান্তি দাশ এ তথ্য জানান।
এছাড়া জেলার মেলান্দহ উপজেলার চরবানী পুকুরিয়া, মাদারগঞ্জ উপজেলার চর পাকেরদহ, গুনরিতলা, ইসলামপুর উপজেলার সদর, সরিষবাড়ী ‍উপজেলার সাতপোয়া, দেওয়ানগঞ্জ ‍উপজেলার চর আমখাওয়া ও চুকাইবাড়ী ইয়ালো জোনের আওতায় আনা হয়েছে। বাকী সবগুলি ইউনিয়ন গ্রীন জোনের আওতায় রয়েছে।
জামালপুরের এ পর্যন্ত ৪ হাজার ৮৫২জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এতে ৪১৬জন শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত ৫ জন করোনা রোগে মারা গেছে।
Ads5
Ads6
Related Posts