স্টাফ রিপোর্টারঃ জামালপুর সদরে নিজ ঘরে বৈদ্যুতিক ফ্যান মেরামত করতে গিয়ে আবদুল খালেক (৪৫) নামে এক ব্যক্তি বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা গেছে।
শনিবার (২০ জুন) দুপুরে সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের বনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খালেক নরুন্দি ইউনিয়নের বনপাড়া গ্রামের মৃত করিমুদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে আব্দুল খালেক তার নিজ ঘরে বিকল হয়ে যাওয়া বৈদুতিক পাখাটি মেরামত করতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
নরুন্দি তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বিদ্যুৎ পৃষ্টের ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
Ads6