নিপুন জাকারিয়া:---
জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের কুখ্যাত জুয়াড়ী আলমসহ তিন জুয়াড়ীকে গ্রেফতার করেছে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ।
জানা যায়- শুক্রবার রাত ১০ টার দিকে নরুন্দী তদন্ত কেন্দ্রের এস,আই আসাদুজ্জামান,এ এস আই হাসানুজ্জামান,এ
আটককৃতরা হলেন-ঘোড়াধাপ ইউনিয়নের জোকা নিশিন্দাপাড়া গ্রামের আব্দুল আজিজ তালুকদারে ছোট ছেলে এবং ঘোড়াধাপ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান জিয়াউল রহমান তালুকদার রোকনের সহদর ভাই আলম মিয়া। একই গ্রামের হান্নেছ আলী ছেলে মোসলেম উদ্দিন। ভারুয়াখালী চকপাড়া গ্রামের আজম আলী ছেলে দেলোয়ার হোসেন।
জুয়ারীদের গ্রেফতার বিষয়ে নুরুন্দি তদন্ত কেন্দ্রের অফিসার ইনর্চাজ সজীব রহমান ঘটনার সত্যতা শিকার করেছেন। পুলিশ সূত্রে জানা যায় আলমসহ তিন জুয়াড়ীকে আসামী করে তাদের বিরুদ্ধে জুয়া আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
অপর দিকে স্থানীয় এলাকাবাসীরা মনে করেন, নেশা ও জুয়া থেকে যুব সমাজকে বাচাঁতে হলে আলমের মতো জুয়াড়ী দের শাস্তির আওতায় আনা খুবই জরুরী।