করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) ফেরদৌস আহমেদ জুয়েল (৫৮)বুধবার (২৪ জুন) রাত ৮টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।তিনি লালমনিরহাটে কর্মরত ছিলেন।
আজ(২৫জুন) সকালে আইইডিসিআর এর নির্দেশনা অনুযায়ী ও জেলা প্রশাসশনের সাথে সমন্বয় করে স্বাস্থ্যবিধি মেনে টেনিস ক্লাব মাঠে জানাজা শেষে জামালপুর পৌর কবরস্থানে তার দাফন কার্য্য সম্পন্ন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার স্বেচ্ছাসেবক টিম।
এসময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক টিম প্রধান আলহাজ্ব মতিউর রহমান, সমন্বয়কারী মুফতি মোস্তফা কামাল, সদস্য মুফতি সালেহ আহমাদ, হাফেজ মাওলানা মাসুম মুশফিক, মাসুদ হাসান ফরিদ, আবু শুয়াইব রুহিত, আশেক মাহমুদ, আব্দুল্লাহ আল মাসউদ ও হামিদুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, বিচারক ফেরদৌস আহমেদ গত ১ জুন ঢাকা থেকে লালমনিরহাটে যান। ৪ জুন আদালতে বিচার কাজ শেষ করে আবার ঢাকায় ফিরে আসেন। এরপর অসুস্থ হয়ে পড়লে নমুনা সংগ্রহ করে করোনাভাইরাস পরীক্ষা করানো হয়। রিপোর্ট পজিটিভ এলে তাকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়।এর মধ্যে ফেরদৌস আহমেদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই বিচারক।