জামালপুর সদর উপজেলায় যমুনা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পাওয়ার কারনে উপজেলার তুলসীরচর, রানাগাছা, মেষ্টা, কেন্দুয়া, তিতপল্যা সহ বিভিন্ন ইউনিয়নে দ্রুত বৃদ্ধি পাচ্ছে বন্যার পানি, তলিয়ে যাচ্ছে ফসলের জমি। মাত্র ১ সপ্তাহের ব্যবধানে মেষ্টা, কেন্দুয়ায় প্রায় কয়েকটি গ্রামে বন্যার পানি প্রবেশ করেছে। দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে এই পানি। স্থানীয়রা জানান, এভাবে পানি বৃদ্ধি পেতে থাকলে ১ সপ্তাহের মধ্যেই দেখা দিবে ভয়াবহ বন্যা। বন্যার প্রস্তুতির জন্য এখনই নিতে হবে বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থা। যার মধ্যে রয়েছে বাঁধ নির্মাণ, বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন সহ সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। প্রশাসনিক ব্যবস্থা দ্রুত নেওয়া না হলে বিভিন্ন সমস্যায় পড়বে কৃষক সহ সাধারণ মানুষ।
Ads6