বকশীগঞ্জের সাকিব সিলেট বিভাগের সেরা

Ads4

বকশীগঞ্জের মেধাবী সন্তান আবদুর রহমান খান শাকিব চলতি বছর এস,এসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। সিলেট ক্যাডেট কলেজ থেকে সে পরীক্ষায় অংশ গ্রহন করে এই ফলাফল অর্জন করে। সর্বোচ্চ নাম্বার পেয়ে সিলেট বিভাগে সেরাদের তালিকায় ৭ ম স্থানে রয়েছে শাকিব। তার এই সাফল্যে পিতা-মাতা আত্বীয় স্বজন সকলেই আনন্দিত। শাকিব ভবিষ্যতে সেনা কর্মকর্তা হতে চায়।

জানা যায়,আবদুর রহমান শাকিব ছোট বেলা থেকেই অদম্য মেধাবী। ২০০৫ সালের পহেলা জানুয়ারি বকশীগঞ্জ পশ্চিম বাজার(পুরাতন গো-হাটি) এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করে শাকিব। তার পিতার নাম আবু বকর সিদ্দিক ও মাতা মোছাঃ আখলারা বেগম রেখা। তার দাদার নাম আলহাজ্ব কুদরত আলী খান।

অত্যান্ত নম্্র,ভদ্র বিনয়ী ও ধার্মিক শাকিব শিক্ষা জীবনে কবি নজরুল আইডিয়াল একাডেমীতে (কেজি প্লে থেকে­ থেকে ৪র্থ) পর্যন্ত পড়াশুনা করেন। কবি নজরুল আইডিয়াল একাডেমীতে অধ্যয়ন কালে প্রতিবছরই বিকেডিএ বৃত্তিসহ নার্সারী শ্রেনীতে বকশীগঞ্জ উপজেলায় একমাত্র গোল্ডেন পেয়ে বিশেষ বৃত্তি লাভ করে। ওই সময় সারাদেশে মাত্র ৪৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছিল।

২০১৪ সালে বকশীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয় শাকিব। একই বছরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষায় বকশীগঞ্জ উপজেলায় সর্বোচ্চ নাম্বার পেয়ে গোল্ডেন জিপিএ ৫ সহ ‘ ট্যালেন্টপুল’ বৃত্তি অর্জন করে। পিইসি পরীক্ষার পাসের পর ২০১৫ সালে মা,বাবা ও ভাইয়ের ইচ্ছায় তাকে টাঙ্গাইলের শাহীন ক্যাডেট কোচিং ( আবাসিক) এ ক্যাডেট কলেজে ভর্তি পরিক্ষায় প্রস্তুতির জন্য ভর্তি করা হয়। সেখানেও সে তার মেধার স্বাক্ষর রেখে সর্বোচ্চ ফলাফল অর্জন করে।

২০১৬ সালে ক্যাডেট কলেজে ভর্তি পরিক্ষায় অংশ নিয়ে বরাবরের মত লিখিত,মৌখিক,মেডিকেল ও আইএসএসবি পরিক্ষায় উত্তীর্ণ হয়ে সিলেট ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ পায় শাকিব।

২০১৭ সালে সিলেট ক্যাডেট কলেজ থেকে জেএসসি পরিক্ষায় অংশ নিয়ে গোল্ডেন জিপিএ-৫ সহ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে। শাকিব পড়াশুনার পাশাপাশি খেলাধুলায়ও বেশ ভালো। ২০১৬-২০২০ সময়ে ক্যাডেট কলেজে বিভিন্ন সাংস্কৃতিক ও খেলাধূলায় অংশ নিয়ে চ্যাম্পিয়নসহ একাধিক মেডেল অর্জন করে।

২০২০ সালে বিজ্ঞান বিভাগ থেকে এস,এসসি পরিক্ষায় অংশ নিয়ে গোল্ডেন জিপিএ-৫ সহ শতকরা প্রায় ৯৪% নাম্বার পায় শাকিব। মোট ১৩০০ নাম্বারের মধ্যে ১২১৯ পেয়ে সিলেট শিক্ষা বোর্ডে ৭ম স্থান অর্জন করে। উচ্চতর গণিত ও ক্যারিয়ার শিক্ষায় ১০০% নাম্বার পায় সে। শাকিব ভবিষ্যতে সেনা কর্মকর্তা হয়ে দেশ সেবায় আত্বনিয়োগ করতে চায়। সে সকলের কাছে দোয়া চেয়েছেন।
Ads5
Ads6
Related Posts