জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পিআইসি’র উত্তর মকির চর গ্রামে বিয়ের দাবী অনশন করছে এক তরুনী।
২৬ জুন থেকে একটানা অমরন অনশনে নেমেছেন সে।
স্থানীয় সুত্রে জানা যায়, বছর দুইয়েক আগে মকিরচর গ্রামের আনোয়ার মাষ্টারের ছেলে মামুন (২৬) সাথে পারিবারিকভাবে বিয়ের কথা হয় ওই তরুনীর। পর বিভিন্ন কারণে বিয়ের অনুষ্ঠানিকতা দেরি হতে থাকলেও বিয়ের প্রলোভনে একের পর এক তরুনীকে ধর্ষণ করে।
অনুষ্ঠানিকভাবে বিয়ের জন্য চাপ দিলে সর্ম্পেকের কথা অস্বীকার করে মামুন। পরে উপায়ন্ত না দেখে মামুনের বাড়ী গিয়ে বিয়ে দাবীতে অনশনে বসে তরুনী।
Ads6