(জুন ১৫) জামালপুরে করোনা ভাইরাসে আক্রান্ত আরও ৩ জন

Ads4


১৫ জুন ২০২০ জামালপুরের প্রতিবেদনে আরও ৩ জন (সদর ১, সরিষাবাড়ী ১, দেওয়ানগঞ্জ ১) COVID-19 সংক্রমণ শনাক্ত হয়েছে।

সর্বমোট সংক্রমণ শনাক্ত ৪১৬ (সরিষাবাড়ী ৩৮, মেলান্দহ ৬৩, মাদারগঞ্জ ২৬, বকশীগঞ্জ ৪৭, দেওয়ানগঞ্জ ৩৩, ইসলামপুর ৭৪, সদর ১৩৫)।

অদ্য সুস্থ ৬ (রেফার্ডকৃত ১, হোম আইসোলেশনে ৫), সর্বমোট সুস্থ ১৮৮ জন (৬ জন রেফার্ডকৃত সুস্থ সহ)।

অদ্য মৃত্যু ০, সর্বমোট মৃত্যু ৫ (চিকিৎসাধীন ২ জন - দেওয়ানগঞ্জ ও মেলান্দহ, মৃতের নমুনায় ৩ জন - ইসলামপুর ২, মেলান্দহ ১)।

অদ্য রেফার্ড ০, মোট রেফার্ড ৬ (ময়মনসিংহ ও ঢাকা)।

অদ্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা ০।
অদ্য ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে জামালপুরের নমুনা পরীক্ষা ১১০।
অদ্য মোট নমুনা পরীক্ষা ১১০।

সর্বশেষ নমুনা সংগ্রহ ১৩৯, মোট নমুনা সংগ্রহ ৪৮৫২।

মাস্ক ব্যবহার করুন। স্বাস্থ্য বিধি মেনে চলুন।

Ads5
Ads6
Related Posts