নিপুন জাকারিয়া :--
জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া বাজারে অবস্থিত জামালপুরের স্বনামধন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান আলী ন্যাচারাল অয়েল মিলস্ এন্ড এগ্রো ইন্ডাষ্ট্রিজ এর উদ্যোগে গতকাল দিগপাইত ইউনিয়নবাসীর জন্য বিনামূল্যে এ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আলী ন্যাচারাল ওয়েল মিলের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, সাবেক সহকারী পুলিশ সুপার আ: রউফ, দিগপাইত ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, সাবেক উপসহকারী কৃষি কর্মকর্তা জিয়াউল হক, দিগপাইত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি একেএম মহসীন, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সমাজ সেবক শামসুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন, আলী ন্যাচারাল ওয়েল মিলের পরিচালক নূরে আলম নিশাদ, আইতুল্লাহ আল আমিন মুক্তা। অনুষ্ঠানে সভাপতি মোহাম্মদ আলী তার বক্তব্যে বলেন, দিগপাইত ইউনিয়নবাসীর জন্য আমি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে এই এ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা করেছি। এতে করে ইউনিয়নের অসহায় হতদরিদ্র মানুষ সহ জরুরী প্রয়োজনে সকল রোগী দ্রুত চিকিৎসা সেবা পাবে। প্রধান অতিথি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন এমপি বলেন, এটি একটি মানবিক ভালো উদ্যোগ। করোনা ভাইরাসের সময়েও তিনি সাধারণ মানুষের পাশে ছিলেন। দিয়েছেন সাহায্য সহযোগিতা। তার এই উদ্যোগের কারনে হৃদরোগী এবং অনেক গর্ভবতি মা খুব সহজেই জামালপুর জেনারেল হাসাপাতালে পৌঁছাতে পারবে। চিকিৎসা সেবায় অনেকটা সহযোগিতা হবে।