(জুন ১১) জামালপুরে করোনা ভাইরাসে আক্রান্ত আরও ১৮ জন

Ads4

১১ জুন ২০২০ জামালপুরের প্রতিবেদনে আরও মোট ১৮ জন (সরিষাবাড়ী ৫, মেলান্দহ ৩, ইসলামপুর ৪, সদর ৬) COVID-19 সংক্রমণ শনাক্ত হয়েছে। উল্লেখ্য যে, মেলান্দহ উপজেলায় ১ জন মৃতের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। 
সর্বমোট সংক্রমণ শনাক্ত ৩৮৫ (সরিষাবাড়ী ৩৭, মেলান্দহ ৫৯, মাদারগঞ্জ ২৫, বকশীগঞ্জ ৪৫, দেওয়ানগঞ্জ ২৭, ইসলামপুর ৭৩, সদর ১১৯)।
অদ্য সুস্থ ০, সর্বমোট সুস্থ ১৫৬ জন (৩ জন রেফার্ডকৃত সুস্থ সহ)। 
অদ্য মৃত্যু ১ (মৃতের নমুনায় পজিটিভ), সর্বমোট মৃত্যু ৫ (চিকিৎসাধীন ২ জন - দেওয়ানগঞ্জ ও মেলান্দহ, মৃতের নমুনায় ৩ জন - ইসলামপুর ২, মেলান্দহ ১)।
সর্বশেষ রেফার্ড ০, মোট রেফার্ড ৬ (ময়মনসিংহ ও ঢাকা)। 
অদ্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা ০।
অদ্য ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে জামালপুরের নমুনা পরীক্ষা ১১৭।
অদ্য মোট নমুনা পরীক্ষা ১১৭।
সর্বশেষ নমুনা সংগ্রহ ৭২, মোট নমুনা সংগ্রহ ৪৪১৬।
মাস্ক ব্যবহার করুন। স্বাস্থ্য বিধি মেনে চলুন।
Ads5
Ads6
Related Posts