স্টাফ রিপোর্টারঃ জামালপুরের বকশীগঞ্জে ৩টি এলাকা রেড জোনের আওতায় আনা হয়েছে। এলাকাগুলি হল পৌরসভার নামাপাড়া ও মন্ডলপাড়া গ্রাম এবং বাট্টাজোরের হাসিনাগাজী এলাকা।
মঙ্গলবার রাতে জামালপুরের সিভিল সার্জন ডাঃ প্রনয় কান্তি দাশ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানাযায়।
এছাড়া বকশীগঞ্জের মেরুরচর, বগারচর, নিলক্ষিয়া ও সাধুরপাড়া ইউনিয়ন পুরোপুরি গ্রীন জোনে থাকবে। বকশীগঞ্জ পৌরসভার অন্যান্য এলাকা গুলোও গ্রীন জোনের আওতার বাইরে থাকবে।
বকশীগঞ্জ এ পর্যন্ত ৫৬৯ জন নমুনা পরীক্ষায় করা হয় ৪৭জনের শরীরের করোনা ভাইরাস এর উপস্থিতি পাওয়া যায়।
বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর ও সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদুল আলম বাবু নিরলশভাবে করোনা প্রতিরোধে কাজ করার ফলে এই উপজেলায় করোনা সংক্রমন রোধ করা সম্ভব হয়েছে।
Ads6