মেহেদী হাসান -
জামালপুরে দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি মোশাররফ হোসেনকে দেখতে গিয়ে চিকিৎসার দায়িত্ব নিয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু।
আজ বুধবার (০১ জুলাই) দুপুরে শহরের নয়াপাড়ায় তার নিজ বাড়িতে বিনা চিকিৎসায় অনাহারে অর্ধাহারে মৃত্যুর প্রহর গুণা এই প্রবীণ এই সাংবাদিককে দেখতে যান তিনি।
এসময় তার সাথে ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বিএম রাজন, সাংগঠনিক সম্পাদক সুব্রত ঘোষ, শহর ছাত্রলীগের আহবায়ক মোঃ জুয়েল, সদস্য আশিকুর ইসলাম নোমান প্রমূখ।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু বলেন, সাংবাদিক মোশাররফ হোসেনের ৪০ বছরের বেশি সময় লড়েছেন অনিয়ম অসঙ্গতির বিরুদ্ধে। দায়িত্ব পালনে তিনি থেকেছেন লোভ ও লালসার উর্ধ্বে। তার লিখনিতে উঠে এসেছে সাধারণ মানুষের সুখ-দুঃখ, পাওয়া না পাওয়ার গল্প। তিনি জামালপুরের সাংবাদিকদের পথিকৃতদের একজন।
তিনি আরো বলেন, খবরওয়ালা যখন নিজেই খবরের শিরোনাম হয়েছেন। বিষয়টি আমার হৃদয়কে স্পর্শ করেছে। তাই তাকে দেখতে ছুটে এসেছি। আমি উনার চিকিৎসার দায়িত্ব নিয়েছি।
এসময় তিনি অসুস্থ প্রবীণ এই সাংবাদিকের চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা তার হাতে তুলে দেন।