মোঃ আজাদ হোসেন নিপুঃ- জামালপুর জেলা শাখার জাতীয়তাবাদী সংগ্রামী দলের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আংশিক কমিটিতে বিক্রম হাফিজ সয়নকে সভাপতি ও আশিক রায়হান পারভেজকে সাধারণ সম্পাদক করে কমিটির অনুমোদনদেন কেন্দ্রীয় কমিটি। এই আংশিক কমিটি অনুমোদন দেওয়ায় সভাপতি ও সাধারণ সম্পাদক সন্তুষ্টি প্রকাশ করে কৃতজ্ঞতা ও প্রাণ ঢালা অভিনন্দন জানিয়েছেন।
আজ ১২ ই রবিবার সংগ্রামী দলের সভাপতি বিক্রম হাফিজ সয়ন ও সাধারণ সম্পাদক আশিক রায়হান পারভেজকে সংগ্রামী দলের সদস্যরা ফুলেল শুভেচ্ছা জানান এবং বাহারী ফুল দিয়ে বরণ করে নেন...
Ads6