নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম এর মৃত্যুতে মির্জা আজম এর শোক

Ads4

মেহেদী হাসান,জামালপুরঃ
নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইসরাফিল আলম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি।

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 

বাংলাদেশ আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি জানান, ইসরাফিল আলম ছিলেন মাটি ও মানুষের নেতা। প্রতিষ্ঠিত শ্রমিক নেতা থেকে সফল রাজনীতিবিদ হিসাবে আত্মপ্রকাশের পেছনে রয়েছে তাঁর নিরলস পরিশ্রম, সততা, দেশপ্রেম, একনিষ্ঠতা সর্বোপরি বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে ধারণ ও লালন করা। জনদরদী এ রাজনীতিবিদ আজীবন দেশমাতৃকার সেবায় আত্মনিয়োগ করেন। তাঁর অসময়ে চলে যাওয়া দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

উল্লেখ্য, ইসরাফিল আলম আজ সোমবার আনুমানিক সকাল ৬টা ২০ মিনিটের দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি ও ফুসফুসজনিত সমস্যায় ভুগছিলেন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন ইসরাফিল আলম। সেই সংসদে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন তিনি। বর্তমান সংসদে ওই কমিটির পাশাপাশি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ছিলেন তিনি।
Ads5
Ads6
Related Posts