বন্যার্তদের পাশে জেলা আ'লীগ নেতা শাহীনুর রহমান শাহীন

Ads4

মেহেদী হাসানঃ
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে বন্যার কবলে পড়া অসহায়দের মাঝে জামালপুর জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক কাউন্সিলর শাহীনুর রহমান শাহীন এর নিজস্ব অর্থায়নে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

শনিবার ( ১৮ জুলাই) রাতে শহরের ১০ নং ওয়ার্ডের রশিদপুর ইজ্জাতুননেছ উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের মাঝে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।

বিশ্বব্যপী ছড়িয়ে পড়া মরণব্যাধি করোনাভাইরাস আর বন্যায় সৃষ্ট দূর্যোগে গৃহবন্দী অসহায় হতদরিদ্র দিনমজুর মানুষদের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে। করোনা ভাইরাস এবং বন্যার কারণে অসহায় হয়ে পড়েছে অনেক পরিবার।

এই ক্রান্তিলগ্নে থেমে নেই জেলা আওয়ামী লীগ এর সদস্য ও সাবেক কাউন্সিলর শাহীনুর রহমান শাহীন এর খাদ্য সহায়তা পৌছে দেয়ার কাজ।

শাহীনুর রহমান শাহীন জানান, করোনার এই প্রাদুর্ভাব যতদিন থাকবে এবং বন্যার্তদের মাঝে আমার খাদ্য সহায়তা পৌছে দেয়ার ক্ষুদ্র প্রয়াস অব্যাহত থাকবে।

এছাড়াও, তিনি অসহায় পানিবন্ধি মানুষের পাশে দাঁড়াতে দল মতের উর্ধ্বে উঠে পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান। 

Ads5
Ads6
Related Posts