বিশ্বাস করতে পারছি না যে ‘বেঁচে আছি’: শাহনাজ খুশি

Ads4


অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন অভিনেত্রী শাহনাজ খুশি। শুক্রবার (১৭ জুলাই) সকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েন এই অভিনেত্রী। চলন্ত কাভার্ড ভ্যান গাড়ি একপাশে স্বজোড়ে আঘাত করলে, দুমড়ে মুচড়ে যায় এই অভিনেত্রীর গাড়িটি।

ঘটনাটি ঘটেছে টঙ্গীর মাজুখাল ও মীরের বাজারের মাঝামাঝি একটি স্থানে। বিষয়টি নিশ্চিত করেছেন নাট্যকার বৃন্দাবন দাস ও অভিনেত্রী শাহনাজ খুশি দম্পতির ছেলে সৌম্য জ্যোতি।

তিনি বলেন, ‘কাভার্ড ভ্যানের মূল চালক ঘুমিয়ে ছিল। ভ্যানটি চালাচ্ছিল হেলপার। তাছাড়া তারা নেশাগ্রস্ত ছিল। দুর্ঘটনায় মা ও ড্রাইভারের কোনো ক্ষতি হয়নি। তবে গাড়ির একপাশ দুমড়ে মুচড়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওদের আটক করে।’

শাহনাজ খুশি বলেন, ‘করোনার কারণে চার মাস ঘরবন্দী ছিলাম। বৃহস্পতিবারই প্রথম শুটিংয়ে অংশ নিয়েছি। ঈদের জন্য নির্মিত ‘নসু ভিলেন-৩’ নাটকের দ্বিতীয় দিনের শুটিং ছিল গতকাল। মৃত্যুর দুয়ার থেকে ফিরে এলাম। একেবারেই অলৌকিক কিছু না হলে বাঁচার কথা নয়! আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে, আমি বেঁচে আছি, ভাল আছি!’

গো নিউজ২৪/আই

Ads5
Ads6
Related Posts