তাপস কর,ময়মনসিংহঃ
Ads5
ময়মনসিংহের গফরগাঁওয়ে ১৩ হাজার পানিবন্দি, বন্যাদুর্গত, করোনায় ক্ষতিগ্রস্ত ও দুস্থ পরিবারের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
রবিবার উপজেলার রসুলপুর, যশরা ইউনিয়ন ও গফরগাঁও পৌরসভায় এ বিতরণ হয়। এ সময় উপস্থিত ছিলেন করোনাজয়ী পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল, সাইফুল ইসলাম, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা স্বেচ্ছাসেক লীগের আহ্বায়ক আওরঙ্গ হেলাল, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজমুন আহমেদ, সংশ্লিষ্ট ট্যাগ অফিসারসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন বলেন, আমাদের প্রিয় নেতা সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের নির্দেশে করোনা থেকে সুস্থ হয়েই আমি পৌরবাসীর মধ্যে ফিরে এসেছি। পূর্বের মতোই আমি পৌরবাসীর সুখ-দুঃখের সাথী হিসাবে তাদের খেদমত করতে চাই। ঈদুল-আযহা উপলক্ষে ও পানিবন্দি, বন্যাদুর্গত, করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ভিজিএফ চাল বিতরণ করেছি।
Ads6