নিপুন জাকারিয়া :---
জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নে ২০পিস ইয়াবাসহ শ্যামলকে আটক করেছে ডিবি পুলিশ। জানা গেছে, বুধবার বিকালে শাহবাজপুর ইউনিয়নের পক্ষীমারী বেড়াপাথালিয়া এলাকা থেকে এমদাদুল হক শ্যামলকে আটক করা হয়। শ্যামল শাহবাজপুর ইউনিয়নের পক্ষীমারী গ্রামের মৃত মোজাফফর হোসেনের ছেলে।
এ বিষয়ে ডিবি পুলিশের এসআই মো.আব্দুল লতিফ জানান, দীর্ঘদিন যাবত শ্যামল মাদক ব্যবসা চালিয়ে আসছিল। আজ বিকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে ইয়াবা ও তার ব্যবহৃত ১৫০ সিসি বাজাজ মোটর সাইকেলসহ হাতে-নাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শ্যামল গ্রেপ্তার হওয়ার পর স্থানীয়রা জানায় সে দীর্ঘদিন যাবৎ প্রভাব খাটিয়ে মাদক ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে কেউ কোন কথা বলতে পারেনি। মাদক ব্যবসায়ী শ্যামলকে গ্রেপ্তার করায় স্থানীয়রা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং এই অভিযান অব্যাহত রাখার জন্য পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।