তাপস কর,ময়মনসিংহঃ
ময়মনসিংহ কিশোরগঞ্জ মহা সড়কের নান্দাইল উপজেলার নান্দাইল ইউনিয়নের সাভার নামক গ্রামের স্থানে সড়ক দূর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। নান্দাইল হাইওয়ে থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার (২৭ জুলাই) সকাল আনুমানিক ৭.৩০ মিঃ জালুয়া বাজার থেকে ব্যাটারী চালিত অটোবাইক যোগে ৪ জন যাত্রী কানারামপুরের দিকে যাওয়ার সময় কিশোগঞ্জ থেকে ময়মনসিংহ গামী চলন্ত ট্রাক অটোবাইকটিকে ধাক্কা দিলে সেটি রাস্তার পার্শে উল্টো যায়। অটোবাইকটিতে থাকা যাত্রী উপজেলার আত্কাপাড়া গ্রামের আম্বিয়া খাতুন(৫০) ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় অপর ৩ যাত্রী। আহতদের পরিচয় পাওয়া যায়নি। দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল হাইওয়ে থানার এস. আই মোঃ রেজাউল করিম।
Ads6