জামালপুরে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Ads4

মেহেদী হাসানঃ

নানা কর্মসূচির মধ্য দিয়ে জামালপুরে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী।

এ উপলক্ষে আজ সোমবার (২৭ জুলাই) সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহম্মেদ ও সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনি'র নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহীদ, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ, বিভিন্ন আন্দোলন-সংগ্রামে মৃত্যুবরণকারী আওয়ামী লীগের নেতা-কর্মী, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত সকলের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিসহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়েছে ।


এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগজামালপুর জেলা শাখার সহ-সভাপতি মোশারফ সেলিম, এস এম মেহেদী হাসান, রাজু আহম্মেদ, মোঃরফিক,মোঃ সুমন, সহ সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম সুবেল,প্রভাষক আল ইমরান রাজিব,সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক, সাগর আহম্মেদ মাছুদ, প্রচার সম্পাদক রাশেদুজ্জামান মিলন,দপ্তর সম্পাদক মোঃরাব্বী,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বিদ্যুৎ রহমান ফজল,শহর স্বেচ্ছাসেবকলীগএর আহ্বায়ক মোঃ ছাইফুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক জালাল আহম্মেদ স্বপন প্রমুখ।

এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক লীগ,শহর স্বেচ্ছাসেবক লীগ ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Ads5
Ads6
Related Posts