জামালপুর সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে গতকাল মঙ্গলবার সদর উপজেলার লক্ষীরচর ও তুলসীরচর ইউনিয়নের ৩ শতাধিক বন্যা কবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। নৌকা দিয়ে ঘুরে ঘুরে সারা দিনব্যাপী ত্রাণ বিতরণ করেন সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন সিআইপি।
ত্রাণ বিতরনে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. হাফিজুর রহমান স্বপন, জেলা পরিষদের সদস্য হাবিবুর রহমান দুলাল, লক্ষীরচর ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন বিদ্যুৎ, শরিফপুর ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম আলম, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুক্তা, লক্ষীরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাতেম আলী তারা, তুলসীরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সোলাইমান হোসেন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিটন প্রমুখ।
ত্রাণ ও ইদ সামগ্রী বিতরণের সময় সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন বলেন, করোনা ভাইরাসসহ যে কোন দূযোর্গ বর্তমান সরকার সাহসীকতার সাথে মোকাবেলা করে চলেছে। নানা রকম প্রকৃতিক দূযোর্গ মোকাবেলা করেই এদেশের মানুষকে সামনে এগিয়ে যেতে হয়। তিনি আরো বলেন- প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বন্যার্তদের জন্য সব রকম সহযোগিতার প্রস্তুতি রেখেছেন। সকলের ঘরে ঘরে আমরা ত্রাণ পৌঁছে দেব। এই দূযোর্গে কেউ না খেয়ে থাকবে না।
জানা যায়- সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বন্যা কবলিত মানুষের ইদ উপহার ও ত্রাণ হিসেবে চাউল, ডাল, চিনি, সেমাই, আলু, পিয়াজ, মুড়ি, চিড়া, পানি বিশুদ্ধ করন ঔষুদসহ নানা উপকরন ভানবাসী মানুষের মাঝে পৌচ্ছে দেওয়া হয়।
Ads6