পারপাড়ায় কাজী ফার্মে বন্যার পানিতে ব্যাপক ক্ষতি

Ads4

নিপুন জাকারিয়া :---

জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের পারপাড়া গ্রামে প্রায় ৫ লক্ষ টাকা ব্যায়ে স্বপ্নের কৃষি ফার্ম গড়ে তুলেছিলেন শাহজাহান কাজী। এ ফার্মে তিনি সবজি সহ বিভিন্ন ফলজ ও বনজ গাছ রোপন করেছিলেন। তার সেই স্বপ্ন ভেঙ্গে চুরমার করে দিয়েছে চলতি বন্যার পানি। বর্তমানে উক্ত ফার্মে প্রায় তিন ফুট পানি থাকায় সবজি বাগান ও ফলজ, বনজ গাছ ভেঙ্গে ও মরে যাচ্ছে। এ বিষয়ে কাজী শাহজাহান বলেন, আমি আমার জীবনের সমস্ত অর্জনকৃত অর্থ দিয়ে তিলতিল করে গড়ে তুলেছি এই ফার্মটি। বর্তমান বন্যার পানিতে আমার ফার্মের সকল সবজি ও ফলজ, বনজ গাছ মারা যাচ্ছে। এতে করে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে আমার। যদি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাকে সহযোগিতা করে তাহলে আগামীতে হয়তো আবার গড়ে তুলতে পারব আমার এই স্বপ্নের কাজী ফার্ম। 
Ads5
Ads6
Related Posts